UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগার শিবির লণ্ডভণ্ড

pial
মে ২৩, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঢাকা টেস্টে মিরপুরে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না টাইগার ব্যাটাররা। বিপর্যয় নেমে এসেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। দিনের দ্বিতীয় বল থেকেই শুরু হয়েছে আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার ২ পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে মুমিনুল হকের দল।

২ ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই ফিরেছেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) এবং সাকিব আল হাসান কোনো রান না করেই ফিরে গেছেন।

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮ রান করেছে বাংলাদেশ। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

(ঊষার আলো-এসএইস)