UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এনসিটিবির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ফরহাদুল ইসলাম

pial
মে ২৪, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ফরহাদুল ইসলামকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সরকারি চাকরি আইন, ২০১৮’র ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপকের অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এনসিটিবির সদস্য থাকাকালে এর আগে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ফরহাদুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা অবসর-উত্তর ছুটিতে গেলে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে পদটি শূন্য হয়। তারপর থেকে বোর্ডের সদস্য মশিউজ্জামান চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের পাঠ্যপুস্তক প্রস্তুত এবং বিতরণ করে থাকে সরকারের এ সংস্থা।

(ঊষার আলো-এসএইস)