UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী নৌকাডুবিতে শিশুসহ ১৭ রোহিঙ্গার মৃত্যু

pial
মে ২৪, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মিয়ানমার উপকূলে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে অন্তত ১৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বেশ কয়েকজন। ডুবে যাওয়া নৌকাটিতে ৯০ জনের মতো আরোহী ছিল। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, রাখাইনের দক্ষিণে শোয়ে থাউং ইয়ানের কাছে থাপ্যায় হামাও দ্বীপের প্রায় ৫ নটিক্যাল মাইল পশ্চিমে নৌকাটি ডুবে যায়।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে গত ১৯ মে নৌকাটি ছাড়ে এবং কয়েকদিন পরই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।

রাখাইন উপকূলে কয়েকজনের মৃতদেহ ভেসে ওঠার পরই নৌকাডুবির তথ্য জানা যায়। এখন পর্যন্ত নৌকাটির প্রায় ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এই ঘটনায় শোক প্রকাশ করেছে।

ইউএনএইচসিআর গত আগস্টে এক রিপোর্টে জানায়, ২০২০ সালে সাগর পাড়ি দেয় ২ হাজার ৪১৩ জন রোহিঙ্গা। এদের মধ্যে ২১৮ জন রোহিঙ্গা নিখোঁজ বা নিহত হন।

সূত্র: আল-জাজিরা

(ঊষার আলো-এসএইস)