UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিরপুরে থেমেছে বৃষ্টি, খেলা শুরু ৪টায়

pial
মে ২৫, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দুই ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টিতে মিরপুর ভিজে একাকার। দুপুর ১২টার পর আচমকা বৃষ্টি শুরু হয়, বৃষ্টি থামে ২টা ১০ মিনিটে। বৃষ্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা পণ্ড হয়। এরই মধ্যে চা-বিরতির কল করা হয়েছে।

এর আগে বৃষ্টি থামার পর আম্পায়াররা মাঠে ঢুকে আউটফিল্ড পর্যবেক্ষণ করেন। তারা বেলা ৩টায় মাঠ দেখেন। এরপর খেলা শুরুর সময় জানানোর কথা ছিল। তবে আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা ফের মাঠ পরিদর্শন করেন বেলা সাড়ে ৩টার সময়। পরে তারা ৪টায় খেলা শুরুর সিদ্ধান্ত জানান।

বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১৫ রান। এখনো ১৫০ রানে পিছিয়ে রয়েছে অতিথিরা। সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়। রান হয় কেবল ৬৭ ও ২ উইকেট তুলে বাংলাদেশই এগিয়ে ছিল।

(ঊষার আলো-এফএসপি)