UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিনি এসি কোস্টার কিনে দেওয়া হলো পরিবহন পুলে

pial
মে ২৫, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা হয়েছে একটি মিনি এসি কোস্টার। গাড়িটি ২৫ মে (বুধবার) সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।

এর আগে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং গাড়িতে চড়ে কিছুদূর ঘুরে আসেন।

এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়ির সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষকবৃন্দ এই গাড়িটি পরিবহন পুলে প্রদান করায় পরিবহনের সমস্যা অনেকটা দূর হবে।
এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)