UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি

pial
মে ২৬, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর খিলগাঁওয়ে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন আকন্দ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ছিলেন একজন রিকশাচালক।

বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে খিলগাঁওয়ে আদর্শ গলি এলাকায় টিনশেডের ভাড়া বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলামিনের স্ত্রী ঝুমুর আক্তার সংবাদমাধ্যমকে বলেন, রাতে বাসায় টেবিল ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্বামী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)