UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির দায়ে ৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : দুর্নীতির দায়ে সকল প্রকার ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। বুধবার তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে এবং বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময়ে আইসিসির দুর্নীতি-বিরোধী ধারা ভঙ্গ করেছে স্ট্রিক। তিনি এরমধ্যে ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের তথ্য পাচার করেছে। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, ২০১৮ সালের আইপিএল, আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং এমনকি ২০১৭ সালের বিপিএলে সম্পৃক্ত থাকার সময়ে বিভিন্ন তথ্য পাচার করেছে হিথ স্ট্রিক। সকল অভিযোগ মেনে নেয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই শাস্তি দিয়েছে জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটারকে।
একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত ৪জন ক্রিকেটারকে জুয়ারিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুরুর দিকে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি।
আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘হিথ স্ট্রিক একজন অভিজ্ঞ সাবেক আন্তর্জতিক খেলোয়াড় ও কোচ। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি দমন কোড ভাঙার অভিযোগ রয়েছে।। যার জন্য নিজেকে দোষী হিসেবে মেনে নিয়েছেন তিনি।’
১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিট স্ট্রিকের। খেলেছে ২০১৫ সাল পর্যন্ত। পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও কোচ হিসেবে মাঠেই ছিলেন তিনি।
২০০৯ সালে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। পরের বছর ইংলিশ কোচ অ্যালান বুটচারের অধীনে সহকারী কোচের দায়িত্ব পান। ২০১৪ থেকে ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন।
তিনি একই বছর জিম্বাবুয়ে দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। ২০১৯ বিশ্বকাপে দলেকে তুলতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে পদত্যাগ করেন।পরে ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পান এ সাবেক ক্রিকেটার।

(ঊষার আলো- এম.এইচ)