UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের মাধ্যমে বিএনপির আন্দোলন শুরু হয়ে গেছে

pial
মে ২৭, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজপথে ছাত্রদলের মাধ্যমে বিএনপির আন্দোলন শুরু হয়ে গেছে।

শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশের আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, জনগণের সমর্থন থাকলে কেউ গুন্ডামিতে যেত না। পায়ের নিচে মাটি নেই আপনাদের। ছাত্রদলের নেতা ও কর্মীরা এ দেশের মানুষের সন্তান। ছাত্রদলের সাথে বিএনপির অঙ্গসংগঠনগুলো রয়েছে।

(ঊষার আলো-এসএইস)