UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা-কলকাতা রুটে চালু হচ্ছে ট্রেন

pial
মে ২৮, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রবিবার (২৯ মে) থেকে পুনরায় চালু হতে যাচ্ছে খুলনার সাথে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যেই ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

গত ১৭ এপ্রিল ভারতের ইস্টার্ন রেলওয়ের একটি টিম পুনরায় ট্রেনটি চালু করতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেনাপোল আসেন। এই সময় বাংলাদেশ রেলওয়ের পাকশি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত ৩ দিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কার করার কাজ। ২৭ মে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়।
দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক সব ঠিকঠাক থাকলে রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বেনাপোলের মাটি স্পর্শ করবে।

ট্রেনটি কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা হবে ১০টা ৪৫ মিনিটে। আর ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে। তবে দীর্ঘ বিরতির পর ভারত ছেড়ে আসা ফিরতি ট্রেনটি কতজন যাত্রী নিয়ে আসবে, তা জানাতে পারেনি স্টেশন মাস্টার।

(ঊষার আলো-এসএইস)