UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইরাকের নতুন আইনে যুক্তরাষ্ট্রের ক্ষোভ

pial
মে ২৮, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন আইন পাস করেছে ইরাক। আর এ নতুন আইনের তীব্র নিন্দা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

‌নতুন এ আইন যুক্তরাষ্ট্রকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর একটি বিবৃতিতে বলেছে, ‘এটা মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে ও ইহুদিবিদ্বেষ প্রচারের নামান্তর।’

বৃহস্পতিবার (২৬ মে) ইরাকি সংসদ নতুন আইনটি অনুমোদন করেছে। ২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণ যে চুক্তি (আব্রাহাম অ্যাকর্ডস) হয়, ইরাকের নতুন আইনটি তার বিপরীত মতাদর্শের।
নতুন আইন অনুযায়ী ইসরায়েলে ভ্রমণ কিংবা সেখান থেকে আসা, দেশটির যেকোনো দূতাবাস পরিদর্শন, ইসরায়েলের সাথে যুক্ত সম্মেলনে অংশগ্রহণ ও জায়নবাদী ভাবধারা প্রচারকে অপরাধ বলে গণ্য করা হবে।

সূত্র : মিডল ইস্ট আই, আল মনিটর

(ঊষার আলো-এফএসপি)