ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় ৮ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন হাওলাদার (২৪) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।
১৪ এপ্রিল বুধবার রাত ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নরী শিশু নির্যাতন দমনের আইনে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হুয়াময়ুন সাফাখালী গ্রামের ওই শিশুকে চকলেট ও মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাঁধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায়। পরে গোলপাতা দিয়ে তার হাত বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময়ে ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে পরিবারের কাছে বিস্তারিত সব ঘটনা বলেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, রাতেই হুমায়ুনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)