UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ৮০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘরের আড়ার সাথে ঝুলন্ত নুরুল ইসলাম তালুকদার নামে ৮০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৫ এপ্রিল) ভোরের দিকে বাগেরহাট শরণখোলার ধানসাগর ইউনিয়নের উত্তর নলবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এরপর ময়নতদন্তের জন্য তার লাশটি মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. আলতাফ হোসেন বলেন, নিহত বৃদ্ধ তার প্রতিবেশী ও দূর সম্পর্কের চাচা হন। অনেক আগে স্ট্রোক করার পরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। ঘটনার দির রাতে স্ত্রীকে বকাঝকা করে গলায় দড়ি দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তার ৩ মেয়ে। মেয়েদের সবার বিয়ে হয়েছে। কোন পুত্রসন্তান না থাকায় তিনি জমিজমা আগেই মেয়েদের নামে লিখে দিয়েছেন। তবে শারীরিক ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছেন বলে ধারণ করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘরের আড়ার সাথে অর্ধঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার মানসিক সমস্যা ছিলো বলে পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)