UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলতে যাচ্ছেন ডি মারিয়া

pial
মে ৩১, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের হিরো আনহেল ডি মারিয়া এবার জাতীয় দলকে বিদায় বলতে যাচ্ছেন। আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই হবে তার জাতীয় দলের হয়ে শেষ অভিযান।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইকালে বেশ কয়েকবার জাতীয় দল থেকে তাকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলের সাথে এক আলাপচারিতায় তিনি তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভার্চুয়াল সে সাক্ষাৎকারে ডি মারিয়া তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের পরই অবসরের সময় হয়ে যাবে। অনেক নতুন ছেলেরা জাতীয় দলে এসেছে, তারা ধীরে ধীরে গড়ে ও উঠছে। আমি যখন ক্যাম্পে যাই তখনই দেখি তারা একটু একটু করে উন্নতি করছে।’

তিনি আরো বলেন, ‘তারা জাতীয় দলে ও ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাই আমার এরপর জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া কিছুটা হয়ত স্বার্থপরের মতো মনে হতে পারে। আমি অনেক বছর খেলেছি, যা চেয়েছিলাম তাই অর্জন করতেও পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই এবং এরপর আমি নিশ্চিতভাবেই সরে যাব।’

(ঊষার আলো-এসএইস)