UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কানামাছি খেলতে গিয়ে খাট থেকে পড়ে শিশু নিহত

pial
জুন ৪, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ময়মনসিংহের তারাকান্দায় ঘরের ভেতরে চোখ বেঁধে কানামাছি খেলতে গিয়ে খাট থেকে পড়ে মোস্তাকিম নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পঙ্গুয়াই গ্রামে শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বাইরে বৃষ্টি থাকার কারণে ৩ ভাই বোন মিলে খেলাধুলা করার সময় খাট থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোস্তাকিম পঙ্গুয়াই গ্রামের আবু হানিফের ছেলে।

মোস্তাকিমের মা তানিয়া আক্তার বলেন, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি রান্না ঘরে কাজ করছিলাম। মোস্তাকিমের বাবা আবু হানিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঊষার আলো-এসএইস)