UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসস্ট্যান্ডে তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাঁচাতে গিয়ে প্রহরীর মৃত্যু

usharalodesk
জুন ৪, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ সময় বাধা দিতে গেলে ধ্বস্তাধস্তির সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান (৫০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যুর  হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধারের পর আজাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩ মে) রাত ৮টার দিকে রামগঞ্জের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মৃত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত রামগঞ্জের জননী নামের একটি বাসে উঠে পড়েন। রামগঞ্জে পৌঁছানোর পর ঘটনাটি ওই বাস চালক ও হেলপারকে জানালে তারা ভুক্তভোগীকে চট্টগ্রামগামী একটি বাসে বসতে বলেন।

পরে জননী বাসের হেলপার আজাদ ও কিছু স্থানীয় বখাটে যুবক সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে বাসস্ট্যান্ডের নৈশ প্রহরী শাহজাহান এগিয়ে আসেন। পরে তাদের  সঙ্গে বাগবিতণ্ডা ও ধ্বস্তাধস্তির একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, কয়েকজন বখাটে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই তরুণী বাদি হয়ে তিনজনের নামে থানায় মামলা দিয়েছেন। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ঊষার আলো-এসএ