UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ১৮ হাজার ছাড়াল

pial
জুন ৪, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ১৮ হাজার ৮৯৩ জনে। এছাড়াও ভাইরাসটিতে একদিনে নতুন করে আক্রান্ত হন ৫ লাখ ১৯ হাজার ৭৪৪ জন। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৪৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩ হাজার ২২১ জন ও মারা গেছেন ৩১৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। পরে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ঊষার আলো-এফএসপি)