UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ২১ জনের মরদেহ হস্তান্তর

ঊষার আলো
জুন ৬, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :সীতাকুণ্ডে বিএম কনটেইনারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত ৪৯ জনের মধ্যে ২১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ২১ জনের লাশ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তরের এনডিসি তৌহিদুল ইসলাম জানান, শনাক্ত হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। লাশ হস্তান্তরের সময়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের নগদ ২ লাখ টাকার চেক এবং দাফন-কাফনের যাবতীয় খরচ দেওয়া হচ্ছে। যাদের লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।ওই রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া, চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেককে ভর্তি করা হয়।

ঊষার আলো-এসএ