UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েট, চুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রমের উদ্বোধন

pial
জুন ৬, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৬ জুন) সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং চুয়েট, কুয়েট, রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার এ্যাডমিশন এ্যাডভাইজারি কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন অনলাইন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর চলমান সমন্বিত ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষের চুয়েট, কুয়েট, রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার সেন্ট্রাল এ্যাডমিশন কমিটির সভাপতি প্রফেসর ড.কে.এম.আজাহারুল হাসান, সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কুয়েটের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় সকলের উস্থিতিতে তিনজন শিক্ষার্থী তাদের অনলাইন আবেদন সুসম্পন্ন করেন।

উল্লেখ্য, অনলাইনে আবেদন ০৬ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন বিকাল ৫ টায় পর্যন্ত করা যাবে এবং ভর্তি পরীক্ষা আগামী ০৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দুটি বিশ্ববিদ্যালয় চুয়েট ও রুয়েট তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

(ঊষার আলো-এফএসপি)