UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় আগুনে পুড়লো বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

pial
জুন ৬, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের গিয়াসউদ্দিন সড়কে ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ এর বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে এ পরিবারটির জরুরি কাগজ পত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়িওয়ালা ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন মুহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ও মোঃ আহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। কত টাকার ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না।

রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)