UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোট ২৭ জুলাই

pial
জুন ৯, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ মিলে স্থানীয় সরকারের ৮০টি জায়গায় আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একই তফসিলে ২৭ জুলাই ৩টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন, ২টি উপজেলা পরিষদে সাধারণ, ২টি উপজেলায় উপ-নির্বাচন, ১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৩৭টিতে বিভিন্ন শূন্য পদে ও প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সকল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জুলাই। সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

(ঊষার আলো-এসএইস)