UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি আরও ১৭ জন ডেঙ্গু রোগী

pial
জুন ১০, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ১৭ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬ জন এবং ঢাকার বাইরে ৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ৫২৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৬ জন রোগী। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

(ঊষার আলো-এসএইস)