UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনে ভয়াবহ বন্যা ভূমিধস : মৃত ১৭, নিখোঁজ ৪

pial
জুন ১১, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ভয়াবহ বন্যা ও ভূমিধসে চীনের গুয়াংজি ও হুনান প্রদেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৪ জন। সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশে বন্যায় ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছোট ছোট নৌকায় করেই চলছে উদ্ধারকাজ। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে চীনের পশ্চিমাঞ্চলের অনেক প্রদেশে দেখা দিয়েছে বন্যা।

স্থানীয় কর্তৃপক্ষ বলেন, বুধবারের (৮ জুন) ভারী বৃষ্টিতে হুনান প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার ঘরবাড়ি এবং গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। বৃষ্টিতে নদীর পানির উচ্চতা মারাত্মকভাবে বেড়ে গেছে।

বন্যার কবলে পড়েছে চীনের গুয়াংজু প্রদেশও। একটানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাও ঘটে সেখানে। বৃহস্পতিবার (৯ জুন) প্রবল স্রোতে গুয়াংজুতে ভূমিধসে কয়েকজনের প্রাণহানি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। এই সময় কয়েকজনের লাশ উদ্ধারের পাশাপাশি ১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছেন অনেকে, অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। হুনান ও গুয়াংজু প্রদেশ ছাড়াও আশপাশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

(ঊষার আলো-এসএইস)