UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে সরকারি কলেজে শিক্ষকদের সমাবেশ ও মানববন্ধন

koushikkln
জুন ১২, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধরকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন কলেজে কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা । রবিবার (১২জুন) একযোগে এ কর্মসূচি পালন হয়।

আরিফুর রহমান, বাগেরহাট থেকে জানান,  বাগেরহাটের কলেজ শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিসিএস সাধারণ শিক্ষক সমিতি উদ্যোগে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ শাহ আলম ফরাজী, নাসিমা ফেরদৌসি, অনিমেশ কান্তি সাহা, সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুর রহমান ফারুকি, শেখ আব্দুল গফফার, মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্বপন কুমার সরদার, রইস সরদার, সহযোগী অধ্যাপক, আকুঞ্জি কামরুজ্জামান, মানিবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম, শেখ শাহিদ হোসেন, প্রভাষক কৃষ্ণ কুমার বিশ্বাস, নিপুণ মন্ডল, বিএম মাহবুবুল আলম ও রেজওয়ানা সুলতানা প্রমুখ।

সভাপতি অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান বলেন, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে কলেজে ভাঙচুর করেছে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মোঃ আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দেশের বিভিন্ন কলেজে এই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু কর্মক্ষেত্রে শিক্ষকরা নিরাপদ না থাকলে কোনোভাবেই শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার চাই। একই দাবিতে বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের নেতৃত্বে অনুরুপ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উল্লেখ, গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠে । এ ঘটনায় বৃহস্পতিবার গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিচার দাবিতে কর্মবিরতির ঘোষনা দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের ওপর সন্ত্রাসী হামলা,লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ জুন রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মবিরতি ও মানববন্ধনে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু সাফায়েত মো. হাবিবুল ইসলাম,সহকারি অধ্যাপক মো. হারুন-অর-রশিদ,প্রভাষক পলাশ সাধু,প্রভাষক মো. হাফিজুর রহমান সিকদার,প্রভাষক শামীম হোসাইন,প্রভাষক আব্দুল কাদের,প্রভাষক পপি হালদার,প্রভাষক শামীম আহম্মদ,প্রভাষক নাসির উদ্দিন,প্রভাষক মো. রায়হান প্রমুখ