UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

pial
জুন ১৭, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (১৭ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।

এই ঘটনায় বাস চালক রব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে আসা ভৈরবগামী একটি প্রাইভেটকারকার এবং ট্রাক নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে অনিয়ন্ত্রিতভাবে ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসচালক রব মিয়ার মৃত্যু হয়েছে এবং আহত ১৫ জন।

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

(ঊষার আলো-এসএইস)