UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট হয়ে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল

pial
জুন ১৮, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিলেট বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি ঢুকে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

শনিবার (১৮ জুন) এ খবর নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, ফ্লাইট ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আর ইতোমধ্যে সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি ফ্লাইট আজ শনিবার সকাল ৮টায় ঢাকা হতে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে। এর মধ্যে আবার আগামীকাল রোববার ও ২২ জুন বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট আছে। আর সেগুলোও বাতিল করা হয়েছে।

সূত্র জানায় যে, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ও পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি প্রবেশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

(ঊষার আলো-এফএসপি)