UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন প্রবেশে ভিসা জরুরী রুশ নাগরিকদের

pial
জুন ১৯, ২০২২ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন, এখন থেকে ইউক্রেনে আসতে ইচ্ছুক রুশ নাগরিকদের ভিসা দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে ভিসা ছাড়া কোনো রুশ নাগরিক ঢুকতে পারবেন না ইউক্রেনে। দ্রুত এই সংক্রান্ত নিয়ম চালু হতে যাচ্ছে।

জেলেনস্কি জানিয়েছেন, ক্যাবিনেটে পাশ হয়ে গেলেই চালু হবে এ নিয়ম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের সীমান্ত সরকারি ভাবে বন্ধ করে রাখা হয়েছে। ফলে ভিসা প্রবর্তন করলেও বর্তমান পরিস্থিতির তেমন কিছু পরিবর্তন হবে না। তবে দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা ও আঞ্চলিক ঐক্য রক্ষা করতে এ পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্তে রুশ সেনা ঢুকে পড়ার আগে রাশিয়ার নাগরিকদের প্রবেশে কোনো ভিসা লাগত না। দুই দেশের মানুষজন ভিসা ছাড়াই যাওয়া আসা করতে পারতেন। কিন্তু যুদ্ধই সব পাল্টে দিয়েছে।

সুত্র- এবিসি নিউজ, ইকোনোমিকস টাইমস।

(ঊষার আলো-এসএইস)