UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

pial
জুন ২০, ২০২২ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : উজান থেকে আসা পানির তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার এবং মাঝিরকান্দি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সকল ধরনের ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে করে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ছোট-বড় দেড় শতাধিক যানবাহন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই জিয়া জানান, রাত ৯ টা থেকে পদ্মায় উজান থেকে নেমে আসা পানির স্রোত বৃদ্ধি পায়। পরে রাত সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমে আসলে বা ফেরি চলাচলের উপযোগী হলেই পুনরায় ফেরি সার্ভিস সচল করা হবে বলে জানান তিনি।

(ঊষার আলো-এসএইস)