UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ত্যাগের আহ্বান ফরাসি নাগরিকদের

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভ দিন-দিন শক্তিশালী হচ্ছে। ফরাসি সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেয়ায় দেশটির বিরুদ্ধে কিছু দিন ধরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দু’জন পুলিশ নিহত হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফরাসি নাগরিকদের সাময়িক পাকিস্তান ত্যাগের আহ্বান জানিয়েছে পাকিস্তানে অবস্থিত ফ্রান্সের দূতাবাস। বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
‘ফরাসি স্বার্থের জন্য মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের ফরাসি দূতাবাস জানিয়েছে, পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।
কট্টরপন্থি ইসলামী দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) নেতা সাদ হুসাইন রিজভীকে আটকের পর মূলত এ সপ্তাহে ফ্রান্সবিরোধী বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। টিএলপিকে নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে পাকিস্তান সরকার।
গত নভেম্বরে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার ও ফরাসি পণ্য বর্জনের দাবি তুলে আন্দোলনে নামে টিএলপি। পাকিস্তানের অনেক মন্ত্রী এ আন্দোলনে সমর্থন জানান। প্রধানমন্ত্রী ইমরান খানও সেসময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেন। তবে পণ্য বয়কটে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়ে দেন।

(ঊষার আলো-এমএনএস)