UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢিলেঢালা লকডাউন ব্রাহ্মণবাড়িয়ায়

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোভিড-১৯ মোকাবেলায় সরকার দ্বিতীয়বারের মত লকডাউন ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন চলছে। শুক্রবার (১৬এপ্রিল) সকাল থেকেই শহরের সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। লকডাউনকে ঘিরে বন্ধ রয়েছে দোকান- পাট, শপিংমলসহ সরকারি নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ।
এছাড়াও বন্ধ রয়েছে দূর পাল্লার যান চলাচল। তবে শহরে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ছোট আকারের যান চলাচল করছে। বিভিন্ন স্থানে চলাচলকারী মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তেমন লক্ষ্য করা যায়নি। একে অপরের গা ঘেঁষে চলাচল করার পাশাপাশি মাক্স ছাড়াও অনেককে ঘুরাফেরা করেত দেখা গেছে।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষিত করা হয়ে থাকে। এদিকে লকডাউন বাস্তবায়নে করতে শহরের কুমারশীল মোড়, টি, এ রোড, কাউতলী, ভাদুঘর, কোর্ট রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত কাজ করছে।

(ঊষার আলো-এমএনএস)