UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তালায় একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহিম আটক

koushikkln
এপ্রিল ১৭, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : তালা থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো. আব্দুর রহিম (৫০) কে আটক করেছে। সে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত. শওকত মোড়লের পুত্র। আটক রহিম ইতোপূর্বে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে এলাকার মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে আটক হয়। এলাকায় তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র নেতৃত্বে এএসআই মো. শামীম হোসেন ফোর্স নিয়ে শনিবার (১৭ এপ্রিল) ভোররাতে তেঁতুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। সে দু’টি জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। আব্দুর রহিম দীর্ঘদিন পলাতক ছিলো।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।