UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে চার তলা থেকে পড়ে পাইপ মিস্ত্রি নিহত

ঊষার আলো
জুলাই ৬, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুন্সিরহাড্ডি কসাই গলি এলাকায় পাইপের কাজ করার সময় চার তলা থেকে নিচে পড়ে মো. ইমন (২০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।আজ (বুধবার) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের মামা আলমগীর বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনের চার তলায় পাইপ লাগানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় ইমন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচর থেকে আহত অবস্থায় এক পাইপ মিস্ত্রিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।

ঊষার আলো-এসএ