আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংরগ্ন শরণখোলা উপজেলায় সাধারন ব্যবসায়িরা সরকার ঘোষিত লকডাউন মানতে চাইছে না। করোনা মোকাবেলায় সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার মুদি, টিন ও ইলেকট্রনিক্্েরর দোকান খোলা রাখা হয়েছে। বিষয়টি জানতে পেরে শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ভ্রা¤্রমান আদালতের একটি টিম শরনখোলা উপজেলার বিভিন্ন বাজারসহ জনবহুল এলাকায় টহল দিয়েছে ।
এ সময়ে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে এই জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, কঠোর লকডাউনের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় বাজারে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় স্থানীয় ডালিম স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা,আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া আগের দিন শুক্রবার বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২০ টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে বাগেরহাট জেলা প্রশাসন কার্য্যলয় জানায়।