UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট বাসভবনে বিক্ষোভকারীরা, পালালেন গোতাবায়া রাজাপাকসে

pial
জুলাই ৯, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। আর সারা দেশ থেকে রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করছেন।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বাড়ি ছেড়েছেন গোতাবায়া। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বলছে, গোতাবায়া বাড়িতে রয়েছেন কি নাই, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে আটকানোর চেষ্টা করে পুলিশ। এসময় ৩০ জন আহত হয়েছেন বলে জানায় শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে পুলিশি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

আর এএফফির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন।

আর সরকারের প্রতিরক্ষা বিভাগের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্টকে তার নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে নিরাপত্তাকর্মীরা। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।

সূত্র: বিবিসি, মিরর শ্রীলঙ্কা, রয়টার্স, এনডিটিভি

(ঊষার আলো-এফএসপি)