ঊষার আলো রিপোর্ট : নিখোঁজ হওয়ার নয় দিন পর সাভারের আমিনবাজারের তুরাগ নদে থেকে ইমন রহমান (২১) নামের পোশাক কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন।এর আগে, শনিবার (১৬ জুলাই) রাতে আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে আমিনবাজার নৌ পুলিশ।
মৃত ইমন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাবার নাম আজিবর রহমান।পুলিশ জানায়, ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ইমন নিখোঁজ হন। পরে নিখোঁজ হওয়ার দিনেই তার পরিবারের সদস্যরা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নয় দিন পর আজ সকালে আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদ থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ক্ষতবিক্ষত ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
আমিনবাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার হত্যার কারণ জানতে তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ মেরে ফেলে রেখে গেছে। সাভার মডেল থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঊষার আলো-এসএ