UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬৮ লাখ ৫১ হাজার ডোজ টিকা সম্পূর্ণ

usharalodesk
এপ্রিল ১৭, ২০২১ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হয়েছে ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ ডোজ। স্বাস্থ্য অধিদফতর শনিবার ( ১৭ এপ্রিল) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যাতে বলা হয়, প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। সব মিলিয়ে ৯৬৭ জনের হালকা জ্বর, মাথা ব্যাথা, গা ব্যাথার তো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রথম ডোজের ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন। আর নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন। দ্বিতীয় ডোজ টিকা নেয়া ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জনের মধ্যে পুরুষ সাত লাখ ৮০ হাজার ৭৫৯ জন। আর নারী তিন লাখ ৭১ হাজার আট জন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেয়া শুরু হয়ে চলে বেলা আড়াইটা পর্যন্ত।
শনিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ চার হাজার ৫৬৩ জন।

(ঊষার আলো-এমএনএস)