আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৭ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহারাজ খলিফা (২৫) নামে এক বখাটেকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মহারাজ খলিফা ওই গ্রামের জলিল খলিফার ছেলে। রবিবার বিকেল ৫টার দিকে মহারাজের বাড়িতেই এ ঘটনাটি ঘটে। ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে শিশুটি হাটতে হাটতে প্রতিবেশী মহারাজের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বসত ঘরের পেছনে রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় মহারাজ। এমন সময় রাহেলা বেগম নামে এক প্রতিবেশী রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঘটনাটি তার নজরে পড়লে শিশুটিকে ছেড়ে দেয় বখাটে। শিশুটিও রাতে বিষয়টি তার মাকে জানায়।
ভিকটিমের মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বর শহিদুল ইসলামকে জানাই। তারা পুলিশকে খবর দেন। এই ঘটনার মাস তিনেক আগে আমার ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেছিল এই মহারাজ। সে সময় তার মা-বাবা হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ায় রক্ষা পায় সে।
স্থানীয় বাসিন্দা রফিক খলিফা, আবুল খলিফাসহ অনেকেই অভিযোগ করে বলেন, মহারাজ খুবই বাজে এবং বিকৃত মানসিকতার ছেলে। তার কারণে গ্রামের নারী এবং মেয়েরা সবসময় আতঙ্কে থাকে। তারা গোসল করতে গেলে গোসলখানার পাশে, খালের পাড়ে ওঁৎ পেতে থাকে মহারাজ। নানা রকম উত্তেজনামূলক অঙ্গভঙ্গি করতে থাকে। কয়েকমাস আগে সে মাদকের মামলায় গ্রেফতার হয়ে জেল থেকে বেরিয়েছে। এই বখাটের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন গ্রামের নারী-পুরুষ সবাই।
শরণখোলা থানার ওসি মো ইকরাম হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট পাঠানো হবে।
(ঊষার আলো-এফএসপি)