ঊষার আলো ডেস্ক : মন্ত্রিসভার সদস্যসহ সরকারের সকল পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিতব্যয়ী হতে হবে, আসুন সবাই মিতব্যয়ী হই।’
মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘বিদ্যুৎসহ সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’
(ঊষার আলো-এফএসপি)