UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে গেছে পাকিস্তান

pial
জুলাই ২০, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে এক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকখানি এগিয়ে গেছে পাকিস্তান। শীর্ষ পাঁচে উঠে এসে বাবর আজমেরা।

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মোট ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করে সফরকারীরা। আর দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এ রান তাড়া করেছেন বাবর আজমরা। এটিই পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

ইতিহাসগড়া এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনে উঠে এসেছে পাকিস্তান। বর্তমানে ৫৮.৩৩ শতাংশ জয় নিয়ে এ অবস্থানে রয়েছে বাবর আজমের দল। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার জয় ৭০ শতাংশ এবং ৭১.৪৩ শতাংশ জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ঘরের মাঠে প্রথম টেস্টে হারের কারণে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে এসেছে শ্রীলঙ্কা। তাদের জয়ের হার মোট ৪৮.১৫ শতাংশ। তবে অবশ্য পরবর্তী ম্যাচ জিতে সিরিজে সমতা আনলে সুসংবাদ পাবে দলটি। অপরদিকে, পরবর্তী টেস্টে যদি পাকিস্তান জিতে, তবে টেবিলের শীর্ষে উঠার সুযোগ রয়েছে পাকিস্তানের। আর হারলে পিছিয়ে যাবে আরও দুই ধাপ।

(ঊষার আলো-এফএসপি)