UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ঊষার আলো
জুলাই ২৩, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদী থেকে আজরীন আজহার অদিতি (১৩) নামে এক এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৩ জুলাই) সকালে নিহতের দাদা বাবুল মিয়া বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না।

পরে পাশের বাসার লোকজন চিৎকার করে বলছে আপনাদের ভবনের দ্বিতীয় তলায় একটি মেয়ে রডের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা, ওই ভবনের চার তলার ছাদ থেকে অসাবধানতাবসত বা মোবাইলে কথা বলার সময় কোনোভাবে পড়ে গিয়েছিলো। দ্বিতীয় তলায় রডের সঙ্গে আটকে ফাঁস লেগে তার মৃত্যু হয়।অদিতি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করতো। যাত্রাবাড়ী শেখদির ওই ভবনে মা ও নানির সঙ্গে সে থাকতো।

তার বাবা মৃত আজাহার আলী। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটে। এক ভাই এক বোনের মধ্যে অদিতি ছিলো বড়।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া অদিতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরেদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

ঊষার আলো-এসএ