UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনের অজুহাতে নওগাঁর মোকামে বেড়েছে চালের দাম

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আবার অস্থির হয়ে উঠেছে নওগাঁর চালের মোকাম। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। লকডাউনের পরিবহন খরচ বাড়ায় দর বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দর। নওগাঁয় চালের দর পাইকারি মোকামে বস্তাপ্রতি ২৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মিলাররা।
পাইকারি বাজারে চালের দরের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রকারভেদে প্রতি কেজি চাল ৪-৫ টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের।
হঠাৎ দর বৃদ্ধিতে খুচরা বাজারে চাল বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন খুচরা চাল বাজার সমিতির সভাপতি শ্রী উত্তম কুমার।
মেসার্স মদিনা চাউল ঘরের মালিক মো. সোহেল রানা বলেছেন, চালের দাম বৃদ্ধির কারণে ক্রেতা অনেক কমে গেছে। বেচাকেনা তেমন হচ্ছে না।
আর দর বৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধে পরিবহনে অতিরিক্ত ভাড়ার অজুহাত দেখান নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।
নওগাঁর আড়ত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন থেকে ৭০ থেকে ৮০ ট্রাক চাল সরবরাহ করা হচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)