UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ কামাল স্মৃতি সংসদের বড় জয়

koushikkln
জুলাই ২৪, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে দর্শনীয় এবং নান্দনিক ফুটবল উপহার দিয়ে বড় জয় পেয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ। অপর ম্যাচে উল্কা ক্লাব ১-০ গোলে পরাজিত করেছে দিঘলিয়াকে।

রবিবার (২৪ জুলাই) জেলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হয় শেখ কামাল স্মৃতি সংসদ বনাম মৌসুমি একাদশ। খেলায় শেখ কামাল স্মৃতি সংসদ ৪-০ গোলে মৌসুমি একাদশকে পরাজিত করে। খেলার শুরু থেকেই আক্রামন করতে থাকে শেখ কামাল। একর পর এক আক্রমনে ফলও পেয়ে যায় তারা। ১২ মিনিটের সময় পরিকল্পিত আক্রমন থেকে ২নং জার্সি পরিহিত খেলোয়াড় দলের স্টোপার ব্যাক ও অধিনায়ক মাহফুজ বাবু দর্শনীয় গোল করেন (১-০)। গোল হজম করে ছোট-খাটো আক্রমন পরিচালনা করে মৌসুমি। তবে তেমন কোন ফল পাইনি। পক্ষান্তরে শেখ কামাল গোল করে আক্রমন আরও বাড়িয়ে দেয়। এসময় অত্যন্ত ৩টি সহজ গোল মিস করে তারা। ১ গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় মৌসুমি। বিরতী থেকে ফিরে আবারও আক্রমন শুরু করে শেখ কামাল। কিন্তু তাদের শক্তি ও কৌশলের কাছে হার মানে মৌসুমি একাদশ। খেলার ৬৩ মিনিটে ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির, ৬৮ মিনিটে ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় জান্নাত এবং ৭৯ মিনিটে ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় শরীফুল গোল করলে আর দাঁড়াতে পারেনি মৌসুমি। ফলে তাদের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এ খেলাটি পরিচালনা করে রেফারী পার্থ প্রতীম, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন ও তানভির হোসেন। ম্যাচ কমিশনার ছিলেন নৃপেন রায়।

অপর দিকে দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় প্রতিদ্বন্দ্বীতা করে উল্কা ক্লাব ও দিঘলিয়া ওয়াইএমএ। এ ম্যাচে উল্কা ক্লাব ১-০ গোলে পরাজিত করেছে দিঘলিয়া ওয়াই এম এ কে। উভয় দলের খেলোয়াড়দের মাঝে ছিল গোল মিসের প্রতিযোগিতা। তা না হলে ফল বের হতে পারত অনেক আগেই। খেলাটি ছিল আক্রমন-পাল্টা আক্রমনের। ব্যর্থতার কারণে উভয় দল যখন গোলশুণ্য অমিমাংসীত ভাবে খেলা শেষ হবে ভাবছে তখন ৮৯ মিনিটের সময় উল্কা ক্লাবের ১৭নং জার্সি পরিহিত খেলোয়াড় মুরসালিন আচমকা গোল করে দলকে এক জয় এনে দেয়। এক পয়েন্ট পাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় দিঘলিয়ার। এ খেলাটি পরিচালনা করে রেফারী আব্দুর রহমান ঢালী, তকদির হোসেন, মোশারফ হোসেন ও রিয়াজ আহমেদ। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য সুজন আহমেদ, এ মনসুর আজাদ, মো. মহসীনসহ বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক।

২৫ জুলাই সোমবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোটিং ক্লাব বনাম বলাকা স্পোটিং ক্লাব। বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে ব্রাদার্স ইউনিয়ন ও মহেশ্বরপাশা ক্লাব।