UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে এরদোয়ানের কোরআন তেলাওয়াত

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তুরস্কের সাবেক রাষ্ট্রপতি তুরগুত ওজানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান, স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোয়াইলু ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মুহম্মদ নুরি আরসুসহ অনেকে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এরদোয়ান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলাওয়াতের ভিডিওটি ভাইরাল হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল শনিবার ইস্তাম্বুল নগরীর তোপকাপি এলাকায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। তুরস্কের অষ্টম রাষ্ট্রপতি তুরগুত ওজানের সমাধির সামনে নীরবতা পালনের মাধ্যমে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময়ে তুরগুত ওজানের সমাধিতে এরদোয়ান পুষ্পস্তবক অর্পণ করে। অতঃপর তিনি পবিত্র কোরআনের ৮১ নম্বর সুরা ইনফিতার সুললিত কণ্ঠে মুখস্ত পাঠ করেন। এ সময়ে ওজানের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
১৯৮৯ সালে তুরগুত ওজান রাষ্ট্রপতি পদে গ্রহণ করেন। ১৯৯৩ সালের ১৭ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে।

(ঊষার আলো- এম.এইচ)