UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

pial
জুলাই ২৫, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদ হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ধানসাগর-বানিয়াখালী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন সিদ্দিক গাজী।

এ সময় উপস্থিত ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, অওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, প্রভাষক সাব্বির আহম্মেদ মুক্তা, জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকনসহ খোন্তাকাটা ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল ইউপি সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামীলীগে নেতৃবৃন্দ জানান, ছাত্রলীগ সভাপতি আসাদ হালাদার বিএনপি পরিবারের সদস্য। তার আত্মীয়-স্বজন, বোন-ভগ্নিপতি ও ভাগিনারা বিএনপির কর্মী সমর্থক। এছাড়া সে হত্যাসহ একাধিক মামলার আসামী ও সন্ত্রাসী প্রকৃতির। ছাত্রলীগ সভাপতি আসাদের নির্দেশে গত শুক্র ও শনিবার একটি নারী ঘটিত বিষয় নিয়ে তার বোন ভগ্নিপতি ও ভাগিনারা ধানসাগর এলাকার বাবুল হাওলাদার ও তার ভাই ছিদ্দিক হাওলাদারকে বেধরক মারপিট করে। এ সময় মারপিট ঠেকাতে গেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন সিদ্দিক গাজীকেও মারপিট করে তারা।। এমনকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ছাত্রলীগ সভাপতি আসাদ মোবাইল ফোনে সিদ্দিক গাজীকে হুমকি দেয়। পরে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা। ঘটনাটি শরণখোলা থানা পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা বলেন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে শরনখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদ হাওলাদার সাংবাদকিদের বলেন, ওই মারামারির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। প্রতিপক্ষরা আমাকে উদ্দেশ্য মূলকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ করছেন। এছাড়া আমার বাবা আওয়ীলীগের একজন সদস্য।

(ঊষার আলো-এফএসপি)