UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমিরাতের, মর্মাহত মুসলিম দেশগুলো

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরাইল ১৯৪৮ সাল থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে বন্ধী এবং তাদের মাতৃভূমি দখল করে নিজেদের স্বাধীনতার ঘোষণা করে আসছে। আরব বিশ্ব যখন ইসরাইলকে ফিলিস্তিনিদের ওপর ভূমিদখল, নৃশংস নির্যাতন ও গুলি করে হত্যার ধিক্কার জানাচ্ছে তখনই এ শুভেচ্ছা বার্তা পুরো মুসলিম দেশগুলোকে মর্মাহত করেছে।

তেলআবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে এক টুইটবার্তায় বলা হয়, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ইসরাইল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা।’ জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতকে তার ধন্যবাদ জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করে। এদিকে, ফিলিস্তিনিরা এই দিবসটিকে ‘নাকবা’ বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ মে ৭৩তম নাকবা দিবস উদযাপন করবে ফিলিস্তিন।

(ঊষার আলো-এফএসপি)