UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্বোধন হল ১০০০ শয্যার করোনা হাসপাতাল

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে যাত্রা শুরু হল ১০০০ শয্যার করোনা হাসপাতালের। আজ রোববার (১৮ এপ্রিল) হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কাল সোমবার সকাল হতেই হাসপাতালটিতে রোগী ভর্তি করা হবে।

হাসপাতালটিতে আইসিইউ বেড আছে মোট ১১২টি। এইচডিইউ বেড রয়েছে ২৫০টি এবং ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এ বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সাথে যুক্ত আছে। এছাড়া জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। এই ৫৫০টি বেডের বাইরেও আরো ৪৫০টি বেড থাকবে, যেখানে মারাত্মক আক্রান্ত নয় এমন সব রোগীদের রাখা হবে।

এছাড়া হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

(ঊষার আলো-এফএসপি)