ঊষার আলো ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন প্রতিথযশা সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব।
চতুর্থ জানাজা শেষে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন হলেন সাংবাদিক গড়ার কারিগর, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় উপজেলার কাজীর বেড় গ্রামের নিজ বাড়িতে অমিত হাবিবের মরদেহ পৌঁছায়। পরে রাত ৮ টার দিকে গ্রামের স্থানীয় জামে মসজিদ মাঠে মরহুমের চতুর্থ ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজার নামজ শেষে পারিবারিক কবর স্থানে অমিত হাবিবের মরদেহ দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
(২৯ জুলাই) এক শোকবার্তায় বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব হেদায়েৎ হোসেন এ শোক জানান। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন তিনি। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন তিনি।
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান এই সাংবাদিক। তবে পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে পেইচিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় তা ছেড়ে দেশে ফিরে আসেন।
পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব। সবশেষ ২০১৭ সালে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন অমিত হাবিব।