আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিহ্নিত গাজা বিক্রেতা সবুজ শেখ (২৭) কে এক কেজি গাজাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মাদক বিক্রেতা সবুজ উপজেলার সোনাখালী গ্রামের শাহ আলম শেখের ছেলে। তাকে শনিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গোঁপন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে মোড়েলগঞ্জ উপজেলার দোনা গ্রামের শহীদুল ফকিরের বাড়ীর সামনে থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে।
এ সময় সবুজের এক সহযোগী গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান শনিবার জানান, ৮০০ গ্রাম গাজা উদ্ধারসহ সবুজ কে শুক্রবার রাতে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত আলী বাদী হয়ে আটক সবুজসহ দু’জন কে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। সবুজ কে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)