UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

pial
জুলাই ৩১, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে ১৭ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে স্বাগতিকরা সিরিজে ০-১ এগিয়ে গেল।

রবিবার (৩১ জুলাই) দ্বিতীয়বারের মতো হারারেতে বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। কাজে সে হিসেবে বাঁচা-মরার লড়াই।

তবে সিরিজ বাঁচাতে অবশ্য দলে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান, তিনি ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে টাইগারদের সামনে ২০৬ রানের বিশাল এক লক্ষ্য দেয় জিম্বাবুয়ে।

আর জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ফেরানোর পাশাপাশি মাত্র চার রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ হতে কার্যত ছিটকে দেন রিচার্ড এনগারাভা।

২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ভয়ডরহীন ক্রিকেট খেলেও তারুণ্যের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না নুরুল হাসানেরা। অবশেষে ছয় উইকেটে ১৮৮ রানে থামে সফরকারীরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

এনামুল হক বিজয়, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুনিম শাহরিয়ার।

(ঊষার আলো-এফএসপি)