ঊষার আলো রিপোর্ট :গত ২৪ ঘণ্টায় ২৯৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৭১ শতাংশ।সোমবার (১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ১২ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৪০ জন।এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৬৯১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৪৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ঊষার আলো-এসএ