UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক খেলোয়াড় সংঘের জয় : নিয়ম ভঙ্গে ৩টি ক্লাব ও দু’কোচকে দণ্ড

koushikkln
আগস্ট ১, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় পেয়েছে সাবেক খেলোয়াড় সংঘ। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে তারা হারিয়েছে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবকে।

শুরুতেই উভয় দল আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে ১৩ মিনিট ধরে। কিন্তু বল পজিশনে এগিয়ে থাকে সাবেক খেলোয়াড় সংঘ। তারা একের পর এক আক্রমন করতে থাকে। খেলার ১৩ মিনিটের সময় বামপ্রান্ত থেকে বল পেয়ে দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় লিয়ন গোলরক্ষককে পরাস্ত করে (১-০)। পিছিয়ে থেকে গোল পরিশোধের আশায় আক্রমন শুরু করে দিঘলিয়া। কিন্তু ফরওয়ার্ডের ব্যর্থতায় অনেকগুলো সহজ গোল মিস করাতে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। পক্ষান্তরে খেলার ২৯ মিনিটের সময় দলের ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় তোলি হালদার গোল করে দলকে (২-০) এর লিড এনে দেয়। পিছিয়ে থেকে বিরতীতে যায় দিঘলিয়া। এদিন আগের একটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজয় নিয়ে মাঠে নামে সাবেক খেলোয়াড় সংঘ। আর একটি পরাজয় নিয়ে মাঠে নামে দিঘলিয়া। শক্তির দিকে থেকে ফেবারিট ছিল সাবেক খেলোয়াড় সংঘ। বিরতী থেকে ফিরে উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। তবে আক্রমনে এগিয়ে থাকে সাবেক খেলোয়াড় সংঘ। এসময় তারা বেশ কয়েকটি সহজ গোল মিস করে। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় দঘলিয়া ওয়াই এম এ ক্লাবকে। খেলাটি পরিচালনা করেন রেফারী মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, জাহিদ হোসেন ও মাহবুবুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন এ মনসুর আজাদ। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।

মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বাংলাদেশ স্পোর্টস কমেটরস ফোরাম এর সাধারন সম্পাদক ড. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এ মনসুর আজাদ, সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ ও সদস্য ও লীগ কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মহসীন। ২ আগস্ট মঙ্গলবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উলকা ক্লাব বনাম এসবিআলী ফুটবল একাডেমি। বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোটিং ক্লাব।

মাঠে অখেলোয়াড় সুলভ আচরণ

 ৩টি ক্লাব ও দু’কোচকে দণ্ড

জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে দু’টি ক্লাব ও দু’জন কোচকে দণ্ড দেয়া হয়েছে। এছাড়া অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর দায়ে একটি ক্লাবের ৩ পয়েন্ট কর্তন করা হয়েছে সোমবার (১ আগস্ট) জেলা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় গত ২৯ জুলাই উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘের ম্যাচটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। এ খেলা চলাকালীন সময়ে উল্কা ক্লাবের কোচ আশিকুল ইসলাম জুয়েল মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ায়। ৩১ জুলাই এসবিআলী ফুটবল একাডেমি ও ডুমুরিয়া তরুন সংঘের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। এ খেলা চলাকালীন সময়ে ডুমুরিয়া তরুন সংঘের কোচ খান তারা অখেলোয়াড় সুলভ আচরণ করে। এ দু’টি ঘটনায় উল্কা ক্লাবের কোচ আশিকুল ইসলাম জুয়েল এবং ডুমুরিয়া তরুন সংঘের কোচ খান তারাকে ৩ ম্যাচের জন্য স্টেডিয়াম চত্বরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং ক্লাব দু’টিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ৩০ জুলাই সাবেক খেলোয়াড় সংঘ মৌসুমি একাদশকে ১-০ গোলে হারিয়ে দেয়। এ খেলায় সাবেক খেলোয়াড় সংঘ অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অপরাধে খেলোয়াড় সংঘের ৩ পয়েন্ট কর্তন করা হয়েছে।